Select Page
আমরা ডিজিটাল প্রশিক্ষকদের তাদের স্বয়ংক্রিয় সিস্টেম সেটআপ করতে সাহায্য করি যাতে তারা টেকনিক্যাল বিষয়গুলি নিয়ে চিন্তা না করে শুধুমাত্র তাদের মূল দক্ষতার উপর ফোকাস করে এবং আরও বেশি কোর্স বিক্রি করতে পারেন।

Get Appointment

আমি বাঙ্গালী উদ্যোগীদের সাহায্য করতে চাই যারা নিজেদের দক্ষতা, অভিজ্ঞতা শেখানোর মাধ্যমে ডিজিট্যাল কোচিং ব্যবসা গড়ে তুলতে চাইছেন

আমরা ডিজিটাল কোচদের তাদের স্বয়ংক্রিয় ডিজিটাল পরিকাঠামো সেটআপ করতে সাহায্য করি।

আমরা ডিজিটাল কোচদের শেখাই কিভাবে অটোমেশনের মাধ্যমে বিশ্বমানের ডিজিটাল স্কুল (LMS, Funnel, কোর্স) তৈরি করতে হয়।

আমরা তাদের ফেসবুক এবং গুগল বিজ্ঞাপনের মাধ্যমে ধারাবাহিকভাবে লীড পেতে সাহায্য করি

নতুন উদ্যোগী , যারা ডিজিট্যাল কোচ হিসেবে নিজেকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, অথচ বুঝতে পারছেন না কীভাবে শুরু করবেন, আমরা তাদের online Training-এর মাধ্যমে  ডিজিট্যাল দক্ষতা বাড়িয়ে ব্যবসা শুরু করতে সাহায্য করি। 

যারা ভিডিও তৈরী করতে চান, অথচ ক্যামেরার সামনে কথা বলতে অস্বস্তি বোধ করেন তাদের ধারাবাহিক অনুশীলনের মাধ্যমে ভিডিও তৈরির দক্ষতা বাড়িয়ে তুলতে সাহায্য করি।